ঝিনাইদহের শৈলকুপা উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শিকদার মোশাররফ হোসেন সোনা মারা গেছেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (৪ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সকালে নিজ বাড়িতে অসুস্থ হলে তাকে সরকারি অ্যাম্বুলেন্সে হাসপাতালে নেয়া হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর।সোনা শিকদার স্ত্রী, তিন ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। শরীরে জ্বর ও শ্বাসকষ্ট দেখা দিলে তিনি করোনাভাইরাসের নমুনা টেস্ট করান। তবে ফলাফল এখনো আসেনি।৬০ বছরের রাজনৈতিক জীবনে সোনা শিকদার প্রথম দিকে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সাথে জড়িত ছিলেন। ১৯৮৪ সালে তিনি শৈলকুপা আওয়ামী লীগে যোগদান করেন। ১৯৯৩ সালে তিনি শৈলকুপা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ২০১৫ সালে তিনি শৈলকুপা উপজেলা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন। পরপর দুইবার উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করে আসছিলেন। এর আগে তিনি শৈলকুপার ৭ নং হাকিমপুর ইউনিয়নের দুবার চেয়ারম্যানও নির্বাচিত হয়েছিলেন।সোনা শিকদারের মৃত্যুতে ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য ও ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন। এছাড়া জেলার রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতাসহ নানা শ্রেণি পেশার মানুষ গভীর শোক জানিয়েছেন।
রাতদিন নিউজঃ






