যশোরে প্রেমের ছলে এক তরুণীর নগ্ন ছবি তুলে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়া এবং ১০ লাখ টাকা চাঁদাদাবির অভিযোগে মামলা হয়েছে। সোমবার শার্শা উপজেলার রাড়িপুকুর গ্রামের এক তরুণী বাদী হয়ে ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বালিপাড়া গ্রামের শহিদের ছেলে মুনীর হোসেনের বিরুদ্ধে এই মামলাটি দায়ের করেন। মামলাটি আমলে নিয়ে অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট লস্কর সোহেল রানা শার্শা থানার ওসিকে এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দিয়েছেন।
মামলার এজাহারে বাদী উল্লেখ করেছেন, ফেসবুকে মুনীর হোসেনের সঙ্গে তার পরিচয় হয়। এরপর দু’জনের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হয়। নিজেকে অবিবাহিত পরিচয় দিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে মুনীর ভিডিও কলে কথা বলা শুরু করে। একপর্যায়ে সে বাদীকে নগ্ন অবস্থায় দেখতে চায় এবং ভিডিও কলের সময় গোপনে ছবি ও ভিডিও ধারণ করে রাখে।
পরে বাদী জানতে পারেন, মুনীর ইতোমধ্যে বিবাহিত। এতে তিনি সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নেন। এতে ক্ষিপ্ত হয়ে মুনীর ১০ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দেয়ায় সে বাদীর নগ্ন ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। বাধ্য হয়ে তিনি আদালতে এ মামলা করেন।

                                    




