যশোর সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহারুল ইসলামকে শ্যোন অ্যারেস্টের আবেদন জানিয়েছে কোতোয়ালি থানা পুলিশ। যুবলীগের বিক্ষোভ মিছিলের ব্যানার তৈরির মামলায় তাকে আটক দেখাতে এ আবেদন জানানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ আবুল হাসনাত। বর্তমানে শাহারুল ইসলাম ঢাকার একটি মামলায় ঢাকা কারাগারে আটক রয়েছেন।
পুলিশ জানায়, গত বুধবার যুবলীগের বিক্ষোভ মিছিলের ব্যানার তৈরির সময় দুইজনকে আটক করা হয়। তাদের পরিকল্পনা ছিল অরাজকতা সৃষ্টি করার। এ ঘটনায় স্পেশাল পাওয়ার্স অ্যাক্ট-এ এই ঘটনার মূল হোতা সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুল, শাহারুল ইসলাম, কাউন্সিলার হাজী সুমন, হিটার নয়নসহ ১০ জনের বিরুদ্ধে মামলা হয়। অন্যদিকে, তার পরের দিন ঢাকার শিশু মেলা এলাকা থেকে শাহারুলকে ধরে জনতা শেরেবাংলা নগর থানার হাতে সোপর্দ করে। পরে শাহারুলকে ঢাকার একটি মামলায় ঢাকা আদালতে সোপর্দ করা হয়।
কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ আবুল হাসনাত জানান, যশোরে শাহারুলের বিরুদ্ধে মামলার পর পুলিশ তাকে ধরতে অভিযানে নামে। এর মাঝে খবর আসে, তিনি ঢাকার একটি মামলায় আটক হয়েছেন। তারই প্রেক্ষিতে যশোরের মামলায় তাকে যশোর আদালতে শ্যোন অ্যারেস্টের আবেদন জানানো হয়েছে।





