বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের সপ্তম মৃত্যুবার্ষিকী পালনের কর্মসূচি শুরু হয়েছে যশোরে। সোমবার (৩ নভেম্বর) যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিশুদ্ধ খাবার পানির ফিল্টার বিতরণের মধ্য দিয়ে এ কর্মসূচি শুরু হয়। দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম। অনুষ্ঠানে বরেণ্য এই নেতার কনিষ্ঠ পুত্র ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত বলেন, আমার পিতা সারাজীবন মানুষের কল্যাণে কাজ করেছেন। আমরা তার
আদর্শে অনুপ্রাণিত হয়ে এই অঞ্চলে বিএনপির রাজনীতি চালিয়ে যাচ্ছি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দর্শন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার লড়াই ও তরিকুল ইসলামের মানুষের প্রতি ভালোবাসার শিক্ষাকে কাজে লাগিয়ে এগিয়ে যেতে হবে।
জেলা বিএনপির সভাপতি অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু বলেন,তরিকুল ইসলাম একদিনে তৈরি হননি; নির্যাতন-নিপীড়নের মধ্য দিয়েই তিনি অনন্য উচ্চতায় পৌঁছেছিলেন। তার হাতে যশোরের প্রতিটি সেক্টর উন্নয়নের ছোঁয়া পেয়েছে। তার আদর্শ ধারণ করতে পারলে আমরাও জনগণের জন্য সত্যিকারের কাজ করতে পারব। পরে তরিকুল ইসলামের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মুনাজাত অনুষ্ঠিত হয়। মুনাজাত শেষে প্রধান অতিথি অধ্যাপক নার্গিস বেগম ৪০টি শিক্ষা প্রতিষ্ঠানে বিশুদ্ধ পানির ফিল্টার বিতরণ করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম, মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু, শহিদুল বারী রবু, সাবেক সহ-সভাপতি গোলাম রেজা দুলু, দৈনিক লোকসমাজের প্রকাশক শান্তনু ইসলাম সুমিত, নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ, সাধারণ সম্পাদক এহসানুল হক সেতু, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকনসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমির ফয়সাল এবং সঞ্চালনা করেন সদস্য সচিব রাজিদুর রহমান সাগর।
রাতদিন সংবাদ





