Tuesday, November 4, 2025

কেশবপুরে স্ত্রীকে ডাক্তার দেখাতে এসে সড়ক দুর্ঘটনায় স্বামীর মর্মান্তিক মৃত্যু

কেশবপুর প্রতিনিধি: যশোরের কেশবপুরে স্ত্রীকে ডাক্তার দেখাতে এসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এক পথচারী। সোমবার (৩ নভেম্বর) সকালে কেশবপুর–যশোর সড়কের মধ্যকুল আমতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের পুকুরে পড়ে যায়। এ সময় ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন গাবরিয়াল বিশ্বাস (৪৫)। তিনি ঝিকরগাছা উপজেলার শিমুলিয়া গ্রামের কাশেম বিশ্বাসের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে গাবরিয়াল বিশ্বাস স্ত্রীকে নিয়ে মান্দারতলায় ইয়াকুব ডাক্তারকে দেখাতে যাচ্ছিলেন। পথে নিয়ন্ত্রণ হারানো ট্রাকটি তাদের সামনে উঠে গেলে তিনি চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। পরে ট্রাকটি পুকুরে উল্টে পড়ে।

দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত সেনাবাহিনী ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। পুলিশ জানায়, দুর্ঘটনার পরপরই ট্রাকের চালক ও সহকারী পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে ট্রাকটি উদ্ধার করা হয়েছে।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর