Tuesday, November 4, 2025

বেনাপোলে চোরাচালান পণ্য আটক

বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন অবৈধ চোরাচালান পণ্য আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (৩ নভেম্বর) দিনব্যাপী বেনাপোল বিওপি ও আইসিপি এলাকায় বিশেষ টহল পরিচালনা করে ভারতীয় শাড়ি ও কসমেটিক সামগ্রীসহ প্রায় ২ লাখ ৭ হাজার ৫০০ টাকার মালামাল জব্দ করা হয়।

৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান রোধে বিজিবির বিশেষ গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে। তিনি আরও বলেন, বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর