যশোরে ডিবি পুলিশের অভিযানে সাড়ে তিন হাজার পিস ইয়াবাসহ এক যুবককে আটক করা হয়েছে। আটক কুদ্দুস শার্শা উপজেলার বড় আচড়া গ্রামের কাজল হোসেনের ছেলে।
ডিবি পুলিশ জানায়, আটক কুদ্দুস একজন পেশাদার মাদক ব্যবসায়ী। এসআই বাবলা দাসের নেতৃত্বে একটি টিম যশোর সদর উপজেলার বাউলিয়া চাদপাড়া থেকে সোমবার সন্ধ্যায় তাকে আটক করে। এসময় তার কাছে থাকা একটি স্কুলব্যাগ থেকে সাড়ে তিন হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় সাড়ে ১০ লাখ টাকা। এরআগেও কুদ্দুসের বিরুদ্ধে চারটি মাদকের মামলা রয়েছে।
কাগজ সংবাদ

                                    




