Tuesday, November 4, 2025

যশোরে পৃথক অভিযানে মাদক ব্যবসায়ী জনিসহ ৪ জন আটক, একজনের কারাদন্ড

যশোরে আইন-শৃঙ্খলা বাহিনীর পৃথক অভিযানে চিহ্নিত মাদক ব্যবসায়ী জনিসহ চারজনকে আটক করা হয়েছে। এর মধ্যে একজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

রবিবার গভীর রাতে র‌্যাব-৬ যশোর ক্যাম্পের নায়েব সুবেদার (ডিএডি) খন্দকার মাহাবুব হোসেনের নেতৃত্বে একটি দল শহরের শংকরপুর আশ্রম রোডে অভিযান চালায়। অভিযানে নুরু মিয়ার ছেলে সুজন এবং আতিয়ার রহমানের ছেলে চিহ্নিত মাদক ব্যবসায়ী জনি কে আটক করা হয়। এসময় বেনাপোলের পুটখালীর আব্দুস সালামের ছেলে ফারুক হোসেন পালিয়ে যান। তল্লাশিতে সুজনের ঘর থেকে ৪৩ বোতল ফেনসিডিল এবং ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে জনির স্বীকারোক্তিতে তার ভাড়া বাড়িতে তল্লাশি চালিয়ে আরও ১৯ বোতল ফেনসিডিল উদ্ধার করে র‍্যাব।

এ ঘটনায় র‌্যাবের নায়েব সুবেদার খন্দকার মাহাবুব হোসেন বাদী হয়ে কোতোয়ালি থানায় তিনজনের বিরুদ্ধে মামলা করেছেন। এদিকে সোমবার সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের একটি টিম সদর উপজেলার জঙ্গলবাধাল গ্রামে অভিযান চালায়। অভিযানে একই গ্রামের মৃত সনু ব্যাপারীর মেয়ে রিনি খাতুন ও ছেলে মন্টু ব্যাপারীকে আটক করা হয়। তল্লাশিতে রিনি খাতুনের ঘর থেকে দেড় কেজি গাঁজা এবং মন্টু ব্যাপারীর কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে মন্টু ব্যাপারীকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহাইব হাসান আকন্দ তাকে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৮০০ টাকা জরিমানা করেন। এছাড়া রিনি খাতুনের বিরুদ্ধে দেড় কেজি গাঁজাসহ আটকের ঘটনায় কোতোয়ালি থানায় পৃথক মামলা দায়ের করা হয়েছে।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর