যশোর সদর উপজেলার চুড়ামনকাঠি এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে স্বামী-স্ত্রীকে পিটিয়ে আহত করা হয়েছে। আহতরা হলেন ঝাউদিয়া ইউনিয়নের ইয়াসিন (২৮) ও তার স্ত্রী জিনিয়া (২২)। সোমবার সন্ধ্যা সাড়ে পাঁচটার দিকে ঝাউদিয়া বাজারে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, জমি নিয়ে পূর্ব বিরোধের জেরে প্রতিবেশী সিরাজ ও ওমর ইয়াসিনের ওপর হামলা চালায়। হামলাকারীরা হাতুড়ি দিয়ে ইয়াসিনের মাথায় আঘাত করে রক্তাক্ত জখম করে এবং তার স্ত্রী জিনিয়াকে কিল-ঘুষি ও লাথি মেরে আহত করে।আহতদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে ইয়াসিন হাসপাতালের ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।
রাতদিন সংবাদ

                                    




