যশোরে ডিবি পুলিশ ও শার্শা থানা পুলিশের পৃথক অভিযানে দীর্ঘদিন আত্মগোপনে থাকা সাজাপ্রাপ্ত দুই আসামিকে আটক করা হয়েছে। তাদের একজন পাঁচটি এবং অপরজন ছয়টি মামলার বিভিন্ন মেয়াদের সাজাপ্রাপ্ত।
ডিবি পুলিশ জানায়, সোমবার বিকেলে ঘোপ সেন্ট্রাল রোড এলাকায় অভিযান চালিয়ে আসাদুল ইসলামকে গ্রেফতার করা হয়। আসাদুল ইসলাম যশোর শহরের ঘোপ এলাকার আকবর আলীর ছেলে। তার বিরুদ্ধে প্রায় দুই কোটি টাকার পাঁচটি পৃথক মামলায় আদালত বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেছে। দীর্ঘদিন ধরে তিনি আত্মগোপনে ছিলেন।
শার্শা থানা পুলিশ জানিয়েছে, পৃথক অভিযানে তারা ছয়টি মামলার সাজাপ্রাপ্ত আসামী কামাল হোসেনকে গ্রেফতার করেছে। কামাল হোসেন উপজেলার বাগুড়ী গ্রামের ইউসুফ আলীর ছেলে। তিনি দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন।
রাতদিন সংবাদ

                                    




