Tuesday, November 4, 2025

যশোর এমএম কলেজ ও সিটি কলেজে ছাত্রদলের নবগঠিত কমিটির বিজয় মিছিল ও ফুলেল শুভেচ্ছা

যশোরের এমএম কলেজ ও সিটি কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির নেতৃবৃন্দ নিজ নিজ ক্যাম্পাসে বিজয় মিছিল করেছেন। একই সঙ্গে তারা কলেজের অধ্যক্ষদের ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন। সোমবার সকালে এমএম কলেজে নবনির্বাচিত নেতারা মিছিল শেষে অধ্যক্ষ এস. এম. শফিকুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা জানান। অপরদিকে সিটি কলেজে নবগঠিত কমিটির নেতারা ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল আলিম হোসেনকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান। পৃথক আয়োজনে

উভয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি ওমর ফারুক তারেক, সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পী এবং সাংগঠনিক সম্পাদক শাহ নেওয়াজ ইমরান। এ সময় আরও উপস্থিত ছিলেন এমএম কলেজ ছাত্রদলের সদ্য বিদায়ী আহ্বায়ক শেখ হাসান ইমাম, নবগঠিত কমিটির সভাপতি জাহিদুল ইসলাম বিল্টু, সাধারণ সম্পাদক আকিব আনোয়ার, সিটি কলেজ ছাত্রদলের সভাপতি সোহানুর রহমান সোহান, সাধারণ সম্পাদক ফয়সাল হাসান তদ্রূপসহ নবগঠিত কমিটির নেতৃবৃন্দ।উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এই কর্মসূচিতে নেতারা সংগঠনের ঐক্য ও শক্তি বৃদ্ধির অঙ্গীকার ব্যক্ত করেন। সাধারণ শিক্ষার্থীরা এ আয়োজনকে সাধুবাদ জানিয়ে নেতৃবৃন্দের প্রতি শিক্ষাপ্রতিষ্ঠানে রাজনীতির পাশাপাশি শিক্ষার মান উন্নয়নে ভূমিকা রাখার আহবান জানান।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর