যশোরে রিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নারীসহ তিনজন আহত হয়েছেন। রোববার (২ নভেম্বর) দুপুরে যশোর সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন— ছোট গোপালপুর এলাকার জয়নালের স্ত্রী আয়েশা, তার ছেলে আব্দুল্লাহ (১৪) এবং খোলাডাঙ্গা এলাকার আবু সাইদ মিয়ার ছেলে সাদিক মোহাম্মদ (১৯)।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরের দিকে আয়েশা ও তার ছেলে আব্দুল্লাহ রিকশাযোগে যশোর শহর থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। পথে পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক ও রিকশার দুই যাত্রী গুরুতর আহত হন।
পরবর্তীতে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। হাসপাতাল সূত্রে জানা যায়, আয়েশা মহিলা সার্জারি ওয়ার্ডে এবং আব্দুল্লাহ পুরুষ সার্জারি ওয়ার্ডে ভর্তি আছেন। আহত মোটরসাইকেলচালক সাদিক মোহাম্মদ-কে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে।





