Monday, November 3, 2025

জুলাই সনদ বাস্তবায়নে বিএনপির বক্তব্য বাদ দেওয়া হয়েছে — তৃপ্তি

মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোলঃ জাতীয় ঐকমত্য কমিশন জুলাই সনদ বাস্তবায়নের উপায় সম্পর্কিত সুপারিশে বিএনপির দেওয়া ‘নোট অব ডিসেন্ট’ বাদ দিয়ে প্রতারণা করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির শীর্ষ নেতা, সাবেক সংসদ সদস্য ও সাবেক কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মোঃ মফিকুল হাসান তৃপ্তি। রবিবার (২ নভেম্বর) বিকেলে শার্শা উপজেলার বাগআচড়া বিএনপি কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।
তৃপ্তি বলেন,ঐকমত্য কমিশন জুলাই সনদ বাস্তবায়নের উপায় সম্পর্কিত সুপারিশ দিয়েছে। অবাক বিস্ময়ে দেখলাম, বিএনপির ‘নোট অব ডিসেন্ট’ লিপিবদ্ধ করার প্রতিশ্রুতি থাকা সত্ত্বেও তা বাদ দেওয়া হয়েছে। এটি জনগণ ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রকাশ্য প্রতারণা। এগুলো দ্রুত সংস্কার করা প্রয়োজন। প্রধান উপদেষ্টা ড. ইউনূসকে উদ্দেশ করে তিনি আরও বলেন,ড. ইউনূস জনগণের সামনে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন—সংস্কার সম্পন্ন করেই নির্বাচন দেবেন। কিন্তু যদি সেই প্রতিশ্রুতির ব্যত্যয় ঘটে, তার দায়ভার বহন করতে হবে ইউনূস সরকারেরকেই।
তিনি আরও বলেন, পি আর নিয়ে জামায়াতের যে বাহানা করছে, এই দেশের জনগণ কখনোই তা মেনে নেবে না। এখন সময় এসেছে প্রকৃত গণতন্ত্র পুনরুদ্ধারের।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপি যুগ্ম সম্পাদক মোঃ তাজ উদ্দিন যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ কুদ্দুস আলি বিশ্বাস বাগআচড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আসাদুজ্জামান মিঠু, যশোর জেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ ইমদাদুল হক শার্শা উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আল মামুন বাবলু, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ রাকিবুল হাসান রিপন, সহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আর কে-০২
আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর