বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী বরেণ্য রাজনীতিক তরিকুল ইসলামের সপ্তম মৃত্যুবার্ষিকী আজ (মঙ্গলবার)। যশোর তথা দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উন্নয়নের কারিগর খ্যাত এই নেতার মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালনে যশোর জেলা বিএনপি ও এর অঙ্গসহযোগী সংগঠনসমূহ চার দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন জানান, কর্মসূচির মধ্যে রয়েছে কবর জিয়ারত, দোয়া মাহফিল, স্মরণসভা, রক্তদান, খাবার বিতরণ, শিক্ষা প্রতিষ্ঠানে বিশুদ্ধ পানির ফিল্টার বিতরণ, বৃক্ষরোপণ এবং কুরআন শিক্ষার্থীদের মাঝে জায়নামাজ ও টুপি বিতরণ।
এরই অংশ হিসেবে সোমবার যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে ৪০টি শিক্ষা প্রতিষ্ঠানে বিশুদ্ধ পানির ফিল্টার বিতরণের মধ্য দিয়ে চার দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার সকাল ৯টায় শহরের কারবালা কবরস্থানে তরিকুল ইসলামের কবর জিয়ারতের মধ্য দিয়ে কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা হবে। সকাল ১০টায় জেলা বিএনপির কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। সকাল ৮টায় জেলা শ্রমিকদলের উদ্যোগে শ্রমজীবী মানুষের মাঝে খাবার বিতরণ করা হবে।
বেলা ১২টায় জেলা ছাত্রদলের আয়োজনে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালিত হবে। এরপর বৃক্ষরোপণ ও বাদ জোহর দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। বেলা সাড়ে ১২টায় জেলা মৎস্যজীবী দলের উদ্যোগে কুরআন শিক্ষার্থীদের মাঝে জায়নামাজ ও টুপি বিতরণ করা হবে।
এছাড়া জেলা কৃষকদল বিরামপুর হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানায় কুরআন খতম ও দোয়া মাহফিল শেষে শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ করবে। নগর বিএনপি ও সদর উপজেলা বিএনপির উদ্যোগে সকল মসজিদে দোয়া মাহফিল এবং গ্রাম, পাড়া, মহল্লায় খাবার বিতরণ করা হবে।
আগামী ৫ নভেম্বর (বুধবার) নগর বিএনপি ও সদর উপজেলা বিএনপির উদ্যোগে বিভিন্ন এতিমখানায় দোয়া মাহফিল শেষে এতিমদের সম্মানে মধ্যাহ্নভোজের আয়োজন করা হবে। একই দিন জেলা যুবদল ও মহিলা দলও এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ এবং দোয়া মাহফিলের আয়োজন করবে।
চার দিনব্যাপী কর্মসূচির শেষ দিনে, ৬ নভেম্বর (বৃহস্পতিবার) বিকেল ৩টায় যশোর টাউন হল ময়দানে জেলা বিএনপির আয়োজনে স্মরণসভা অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তরিকুল ইসলাম ছিলেন যশোরসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উন্নয়ন অগ্রযাত্রার অন্যতম রূপকার। তাঁর মৃত্যুবার্ষিকীকে কেন্দ্র করে দলীয় নেতাকর্মীদের মধ্যে শোকের আবহ বিরাজ করছে।

                                    




