সিলেটে বাসদ অফিস থেকে ২২ জন শ্রমিক নেতা এবং সিপিবি নেতা অ্যাডভোকেট আনোয়ার হোসেন সুমনসহ মোট ৩৭ জন নেতাকর্মীকে গ্রেপ্তারের প্রতিবাদে যশোরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে বাম গণতান্ত্রিক জোট।
মঙ্গলবার (৪ নভেম্বর) বিকাল ৪টায় যশোর প্রেসক্লাবের সামনে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বাম গণতান্ত্রিক জোট যশোর জেলার সমন্বয়ক ও বাসদ নেতা কমরেড হাসিনুর রহমানের সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কমরেড ইকবাল কবির জাহিদ।
সমাবেশে কমরেড ইকবাল কবির জাহিদ বলেন, “২৪ জুলাইয়ের অভ্যুত্থানে শ্রমজীবী মানুষ রক্ত দিয়েছে, জীবন দিয়েছে। কিন্তু সেই শ্রমজীবীদের রক্তের উপর ভর করে অন্তর্বর্তীকালীন সরকার এখন তাদের পেটে লাথি মারছে।”
তিনি অভিযোগ করেন, “ব্যাটারি চালিত রিকশা বন্ধের নামে বামপন্থী নেতাকর্মীদের আটক করা হচ্ছে, ঢাবিতে হকার উচ্ছেদ করা হচ্ছে। নতুন করে বিভিন্ন শিল্প কারখানা বন্ধের পথে হাঁটছে। দেশের বন্দর ও কৃষি মার্কিনীদের হাতে তুলে দিতে ব্যস্ত।”
তিনি অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন নিয়ে সংশয় প্রকাশ করেন এবং অবিলম্বে সিলেটে আটককৃত সকল নেতাকর্মীর মুক্তি দাবি করেন।
সমাবেশে আরও বক্তব্য রাখেন সিপিবি যশোর জেলা সভাপতি কমরেড মাহবুবুর রহমান মজনু, বিপ্লবী কমিউনিস্ট লীগের জেলা সম্পাদক কমরেড তসলিম উর রহমান, বাসদ নেতা কমরেড আলাউদ্দিন, রিকশা শ্রমিক ইউনিয়নের নেতা আব্দুল জলিল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা রাশেদ খান ও ইমরান হোসেন প্রমূখ।
সমাবেশটি পরিচালনা করেন বিপ্লবী কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় নেতা কমরেড জিল্লুর রহমান ভিটু। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।






