Wednesday, November 5, 2025

তরিকুল ইসলাম নেতাকর্মীদের কাছে ‘মানবিক ও মহান নেতা’ ছিলেন: মফিকুল হাসান তৃপ্তি

মাসুদুর রহমান শেখ, বেনাপোল (যশোর):যশোর-১ (শার্শা) আসনের সাবেক সংসদ সদস্য মফিকুল হাসান তৃপ্তি বলেছেন, বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য ও সাবেক মন্ত্রী তরিকুল ইসলাম ছিলেন একজন মানবিক ও নেতাকর্মীদের কাছে ‘মহান নেতা’।

মঙ্গলবার (৪ অক্টোবর) বিকেল ৩টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত শার্শা উপজেলার বেনাপোল পৌরসভা ও বাগআঁচড়া ইউনিয়নে আয়োজিত তরিকুল ইসলামের সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে পৃথক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মফিকুল হাসান তৃপ্তি বলেন, “তরিকুল ইসলাম নিগৃহীত, নির্যাতিত ও অত্যাচারিত মানুষের কথা ভাবতেন। কীভাবে তাদের সমাজে প্রতিষ্ঠিত করা যায়, স্বাবলম্বী করা যায়, তাই নিয়ে তিনি কাজ করতেন। বিএনপির রাজনীতির জন্য তিনি যে অবদান রেখে গেছেন তা অনস্বীকার্য।”

তিনি আরও বলেন, “তিনি শুধু যশোর জেলার নেতা ছিলেন না, তিনি ছিলেন সমগ্র বাংলাদেশের নেতা। যশোর তথা দক্ষিণ-পশ্চিমাঞ্চলের রাজনীতিতে তিনি ‘জনগণের নেতা’ হিসেবে পরিচিত ছিলেন। রাজনৈতিক ময়দানে তিনি ছিলেন দৃঢ়চেতা এবং আপোষহীন সিপাহসালার। শত অত্যাচার, নির্যাতন, জেল-জুলুমেও পিছু হটেননি। দলের নীতি ও আদর্শের সাথে বেইমানি করেননি।”

তৃপ্তি বলেন, “সাধারণ মানুষের সাথে তরিকুল ইসলামের ছিল নিবিড় সম্পর্ক। ছাত্র সংসদ থেকে মন্ত্রী পরিষদে স্থান লাভ করেও তিনি নিজ জেলার মানুষকে ভোলেননি। ভোরবেলা অজপাড়াগাঁয়ে বেরিয়ে খেটে খাওয়া মানুষের সাথে আড্ডা মেরে তাদের খোঁজখবর নিতেন। তিনি যশোর পৌরসভার চেয়ারম্যানও ছিলেন। তাঁকে বলা হয় যশোরের উন্নয়নের কারিগর।”

বেনাপোল পৌর বিএনপি আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর বিএনপির সভাপতি নাজিম উদ্দিন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আবু তাহের ভারত।

অনুষ্ঠানগুলোতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির উপদেষ্টা ও সাবেক সভাপতি মোঃ খাইরুজ্জামান মধু, সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটন এবং সিনিয়র যুগ্ম সম্পাদক মোস্তফা কামাল মিন্টু।

এছাড়াও উপস্থিত ছিলেন পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ সাহাবুদ্দিন, আতিকুজ্জামান সনি, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম, সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ আক্তার, যশোর জেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ ইমদাদুল হক, বেনাপোল পৌর যুবদলের আহবায়ক মোঃ মফিজুর রহমান বাবু, সদস্য সচিব মোঃ রায়হানুজ্জামান দিপু, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ সহিদুল ইসলাম শহীদ, সদস্য সচিব মোঃ ওমর, পৌর ছাত্রদলের আহবায়ক মোঃ আরিফুর রহমান, সদস্য সচিব ইসতিয়াক আহমেদ শাওনসহ বিএনপি ও অঙ্গ-সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর