Wednesday, November 5, 2025

যশোরে ছুরিকাঘাত, টাকা ও সোনা ছিনিয়ে নেয়ার অভিযোগে যুবনেতাসহ নয়জনের বিরুদ্ধে মামলা

যশোরে এক যুবককে ছুরিকাঘাত করে জখম ও টাকা এবং সোনার গহনা ছিনিয়ে নেওয়ার অভিযোগে ওয়ার্ড যুবদল সভাপতিসহ নয়জনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা হয়েছে। মামলাটি করেছেন বলাডাঙ্গা গ্রামের আকরাম হোসেনের স্ত্রী রেবেকা খাতুন।

আসামিরা হলেন, রামনগর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি ও বলাডাঙ্গা শ্রীকান্তনগর গ্রামের সাইফুল মোড়ল, একই গ্রামের নজরুল মোড়ল, আরিফুল ইসলাম, ইসমাইল, সিহাব, ইমরান, ইমন, নয়ন ও আশিক।

মামলায় বাদী উল্লেখ করেন, তার ছেলে নাইমুল হোসেন একটি কোম্পানিতে চাকরি করেন। অন্যদিকে আসামিরা মাদক ব্যবসাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত। নাইমুল এসব কাজে বাধা দেওয়ায় তাদের সঙ্গে শত্রুতা শুরু হয়। এর জেরে আসামিরা দীর্ঘদিন ধরে হুমকি দিয়ে আসছিলেন।

গত ২৭ অক্টোবর রাত আটটার দিকে নাইমুল বলাডাঙ্গা গোবিন্দ মোড়ে বসে ছিলেন। এমন সময় আসামিরা দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়। এসময় সাইফুল তার ছেলেকে একের পর এক ছুরিকাঘাত করে, অন্যরা রড দিয়ে পিটিয়ে পকেটে থাকা ৪৯ হাজার ৫০০ টাকা ছিনিয়ে নেয়।

রেবেকা ছেলেকে বাঁচাতে এগিয়ে গেলে তাকেও মারধর করে আহত করা হয় এবং তার গলা থেকে সোনার চেইন ছিনিয়ে নেয়। পরে তাদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে আসামিরা হত্যার হুমকি দিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা নাইমুলকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। পরে এ বিষয়ে কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়।

এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা এসআই দেবাশীষ জানান, ঘটনার সত্যতা পাওয়ায় মামলা রেকর্ড করা হয়েছে। আসামিদের আটকের জন্য অভিযান চলছে।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর