Wednesday, November 5, 2025

যশোরে মুখোশ পরে এসে বিএনপি কর্মীকে হাতুড়ি পেটা

যশোরে মনিরুজ্জামান মানু (৬০) নামের  বিএনপির এক সক্রিয় কর্মীকে রড দিয়ে মারপিট ও হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করা হয়েছে। সোমবার  রাত সাড়ে ৯টার দিকে শহরের শংকরপুর পশ্চিমপাড়ায় তার নিজ বাড়ির পাশে এ ঘটনা ঘটে। এসময় হাতুড়ি ও রডের আঘাতে তার হাত,পা ও মুখ ক্ষতিগ্রস্ত হয়েছে। মনিরুজ্জামান মানু শংকরপুর পশ্চিমপাড়ার মৃত আশরাফ আলীর ছেলে।

আহত মানু জানান, তিনি রাতে বাড়ি যাচ্ছিলেন। সাবেক  কমিশনার বিল্লালের বাড়ির সামনে পৌছালেই মুখোশ পরা ৫-৬ জন ব্যক্তি রড, হাতুড়ি, লাঠি ও সোটা নিয়ে তার ওপর এলোপাতাড়ি হামলা চালায়। এসময় হাতুড়ি দিয়ে তার শরীরের বিভিন্ন  এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

যশোর জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের দায়িত্বরত ডাক্তার জানিয়েছেন, তিনি পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন। তার অবস্থা আশঙ্কামুক্ত।

এ বিষয়ে ৭ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন বলেন, মানু স্থানীয় বিএনপির সক্রিয় কর্মী।খবর পেয়ে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তার পাশে দাড়িয়েছে। তিনি এ ঘটনার সাথে জড়িতদের দ্রুত আটকের দাবি জানান।

এ বিষয়ে কোতোয়ালি থানার ইন্সপেক্টর (তদন্ত) কাজী বাবুল জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। জড়িতদের ধরতে তারা মাঠে নেমেছে।

রাতদিন সংবাদ

 

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর