মণিরামপুর (যশোর) প্রতিনিধি: বিএনপির জাতীয় স্থায়ী কমিটির প্রয়াত সদস্য ও সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মণিরামপুরে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেলে মণিরামপুর উপজেলা বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা বিএনপির সভাপতি ও যশোর-৫ আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট শহীদ মোঃ ইকবাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাই, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ মফিজুর রহমান, সহ-সাধারণ সম্পাদক নাজমুল হক লিটন, সাংগঠনিক সম্পাদক খান সফিয়ার রহমান, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক জুলফিকার আলী ভুট্টো, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুক্তার হোসেন, উপজেলা ছাত্রদল আহ্বায়ক ওলিয়ার রহমানসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
স্মরণসভায় বক্তারা তরিকুল ইসলামের রাজনৈতিক জীবন ও সমাজসেবায় অবদানের কথা স্মরণ করেন। শেষে তার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।






