মাসুদুর রহমান শেখ, বেনাপোল: যশোরের বেনাপোল সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ৮৫ হাজার টাকার মালিকবিহীন মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (০৪ নভেম্বর) দিনব্যাপী মাসিলা বিওপি এবং বেনাপোল আইসিপি’র সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এসব ভারতীয় ফেন্সিডিল, শাড়ি, শাল চাদর এবং কসমেটিকস সামগ্রী আটক করা হয়।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, মাদকদ্রব্য ও চোরাচালান নির্মূলে বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী সীমান্ত এলাকায় গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় এই মালামাল জব্দ করা হয়। তিনি আরও জানান, সীমান্তে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।






