Tuesday, November 4, 2025

তরিকুল ইসলামের মৃত্যুবার্ষিকীতে যশোরে চলছে নানা কর্মসূচি, ৬ নভেম্বর আসছেন মির্জা ফখরুল

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির প্রয়াত সদস্য, সাবেক মন্ত্রী এবং যশোর উন্নয়নের কারিগর খ্যাত নেতা তরিকুল ইসলামের সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচি পালিত হচ্ছে। আজ মঙ্গলবার (৪ নভেম্বর) সকাল ৯টায় কারবালা কবরস্থানে তার কবর জিয়ারত করেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। সকাল ১০টায় দলীয় কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এরপর বেলা ১১টায় মৎস্যজীবী দলের আয়োজনে নামাজের টুপি ও তসবি বিতরণ করা হয়। এছাড়াও বাদ জোহর যুবদল ও মহিলা দলের আয়োজনে খাবার বিতরণের আয়োজন করা হয়।আসরবাদ যশোর সদর উপজেলার ১৫টি ইউনিয়নের ১৩৫টি ওয়ার্ড এবং যশোর পৌরসভার ৯টি ওয়ার্ডের প্রতিটি মসজিদে দোয়ার আয়োজন করা হয়েছে। এছাড়া সকাল থেকেই বিভিন্ন পাড়া মহল্লায় দোয়া মাহফিল ও খাবার বিতরণ চলছে। আগামি ৬ নভেম্বর টাউন হল মাঠে স্মরণ সভার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সকালে অনুষ্ঠিত জেলা ছাত্রদলের রক্তদান কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম। তিনি বলেন, তরিকুল ইসলাম ছিলেন নীতিবান, আদর্শবান ও গণমানুষের রাজনীতির প্রতীক। তার কর্ম ও ত্যাগ আজও আমাদের অনুপ্রেরণা দেয়।

বিশেষ অতিথির বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও যশোর-৩ আসনের মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেন, তরিকুল ইসলাম শুধু একজন রাজনীতিকই নন, তিনি ছিলেন যশোরবাসীর হৃদয়ের নেতা। যশোরের উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য ও গণমানুষের অধিকার আদায়ে তার অবদান ইতিহাসের অংশ হয়ে থাকবে। তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দর্শন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার লড়াই ও তরিকুল ইসলামের মানুষের প্রতি ভালোবাসার শিক্ষাকে কাজে লাগিয়ে এগিয়ে যেতে হবে। অনুষ্ঠানে জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি ওমর ফারুক তারেকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পির সঞ্চালনায় বিভিন্ন থানা ও পৌর ছাত্রদলের নেতারা উপস্থিত ছিলেন।

কবর জেয়ারতের সময় উপস্থিত ছিলেন, যশোর -১ আসনের মনোনয়ন প্রাপ্ত মফিকুল হাসান তৃপ্তি ও যশোর -৬ আসনের মনোনয়নপ্রাপ্ত কাজী রওনাকুল ইসলাম শ্রাবন।

সার্বিক অনুষ্ঠানে অংশ নেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম, মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু, শহিদুল বারী রবু, সাবেক সহ-সভাপতি গোলাম রেজা দুলু, দৈনিক লোকসমাজের প্রকাশক শান্তনু ইসলাম সুমিত, নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ, সাধারণ সম্পাদক এহসানুল হক সেতু, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকনসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর