Wednesday, November 5, 2025

সাতক্ষীরা-৩: কাজী আলাউদ্দীনের পক্ষে কালিগঞ্জে বিএনপির ঐক্যবদ্ধ সমাবেশ

সাতক্ষীরা প্রতিনিধি: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ-আশাশুনি) আসনে বিএনপির মনোনয়নপ্রাপ্ত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য কাজী আলাউদ্দীনের পক্ষে কালিগঞ্জে ঐক্যবদ্ধ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকেলে কালিগঞ্জ সরকারি কলেজ মাঠে উপজেলা বিএনপি আয়োজিত এই সমাবেশে হাজারো নেতাকর্মী অংশগ্রহণ করেন।

কালিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শেখ এবাদুল ইসলামের সভাপতিত্বে এবং বর্তমান আহ্বায়ক রোকনুজ্জামানের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য ইঞ্জিনিয়ার আইয়ুব হোসেন মুকুল। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মনোনয়নপ্রাপ্ত প্রার্থী কাজী আলাউদ্দীন।

প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার আইয়ুব হোসেন মুকুল বলেন, “ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। সাতক্ষীরা-৩ আসনে আমরা যারা মনোনয়ন প্রত্যাশী ছিলাম, তারেক রহমানের সিদ্ধান্তে আমরা বর্ষীয়ান নেতা কাজী আলাউদ্দীনের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করেছি।”

তিনি বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে আশাশুনি উপজেলা বিএনপির স. ম. হেদায়েতুল ইসলাম, রুহুল কুদ্দুস, মশিউল হুদা তুহিন এবং কালিগঞ্জ উপজেলা বিএনপির শেখ শফিকুল ইসলাম বাবু ও আক্তারুজ্জামান বাপ্পিসহ স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

সমাবেশ শেষে নেতাকর্মীরা ধানের শীষের পক্ষে স্লোগান দেন এবং আসন্ন নির্বাচনে জয়ের প্রত্যয় ব্যক্ত করেন।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর