লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি: নড়াইলের লোহাগড়ায় প্রয়াত শিক্ষাবিদ নূর মোহাম্মদ মিয়া শিক্ষা কল্যাণ ট্রাস্টের ৪১তম বৃত্তি প্রদান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৪ নভেম্বর) সকালে লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে উপজেলার ২৭৪ জন মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হয়।
ট্রাস্টের নির্বাহী সচিব ও লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নড়াইলের জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. রবিউল ইসলাম এবং লন্ডন বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. তুহিন মোল্লা।
এ বছর ট্রাস্টের পক্ষ থেকে ৩টি কলেজের ৪৪ জন, ৩২টি মাধ্যমিক বিদ্যালয়ের ১৬৩ জন, ১১টি মাদরাসার ৫১ জন ও একটি কারিগরি কলেজের ৩ জন শিক্ষার্থীকে (প্রত্যেকে ১,৫০০ টাকা করে) এবং উচ্চশিক্ষায় অধ্যয়নরত ১৩ জন শিক্ষার্থীকে (প্রত্যেকে ৫,০০০ টাকা করে) বৃত্তি প্রদান করা হয়। সব মিলিয়ে মোট ৪ লাখ ৫৬ হাজার ৫০০ টাকার বৃত্তি প্রদান করা হয়েছে।
অনুষ্ঠানে ট্রাস্টের বার্ষিক প্রতিবেদন পাঠ করেন নির্বাহী সচিব এস এম হায়াতুজ্জামান।
অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কামরুজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আনোয়ার হোসেন, লোহাগড়া সরকারি আদর্শ কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক আবুল বাসার সুমন, উপজেলা মাধ্যমিক শিক্ষা সমিতির সভাপতি মো. আমির হোসেন, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী শিক্ষক মহসিন উদ্দিন।






