Tuesday, November 4, 2025

মনোনয়ন দ্বন্দে যুবদল নেতা নয়ন ও নিতাই চৌধুরীর সমর্থকদের সংঘর্ষে আহত ১৫

নড়াইল প্রতিনিধি: মনোনয়ন দ্বন্দ্বে নড়াইলের সীমান্ত ঘেঁষা মাগুরা-২ আসনে বিএনপির নিতাই রায় চৌধুরী ও রবিউল ইসলাম নয়নের সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন।

মঙ্গলবার সকালে মাগুরার মোবারকপুর ও নড়াইলের চাকুলিয়া গ্রামে দুই দফায় এ সংঘর্ষ হয়। এ ঘটনায় আহতদের নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, দলদারি এলাকায় আধিপত্য বিস্তারসহ নানা ইসুতে মাগুরার মোহাম্মদপুর উপজেলার মোবারকপুর, মশাখালিও এ দুই গ্রাম ঘেঁষা নড়াইলের লোহাগড়া উপজেলার চাকুলিয়া গ্রামের দুই পক্ষের বিরোধ বেশ আগের। বিবাদমান পক্ষদুটি মশাখালী গ্রামের তৌহিদুর মেম্বার, মোবারকপুরের কাইজার মোল্যা বিপরীত পক্ষে মোবারকপুরের নজরুল মোল্যা, মশাখালির আলমগীর ফকিরের নেতৃত্বে সম্প্রতি বিএনপির নিতাই রায় চৌধুরীও রবিউল ইসলাম নয়ন এই দুই শিবিরে বিভক্ত হয়ে দ্বন্দ্বে জড়ায়।

এ অবস্থায় গতরাতে বিএনপি ২৩৭ আসনে মনোনয়ন চূড়ান্ত করলে মাগুরা ২ আসনে অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী মনোনয়ন লাভ করলে দুই পক্ষে উত্তেজনার এক পর্যায়ে সংঘর্ষে জড়ায়। তাতে দুই পক্ষের ৩ জন আহত হয়। এর জেরে মঙ্গলবার সকালে উভয় পক্ষ ব্যাপক প্রস্তুতি নিয়ে ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এতে উভয় পক্ষের অন্তত ১৫জন আহত হয়। আহতদের মধ্যে ১২ জনকে উদ্ধার করে চিকিৎসা দিতে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়। অন্যদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আঃ রহমান সংঘর্ষের বিষয় নিশ্চিত করে বলেন এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজেদুল ইসলাম জানান নড়াইল মাগুরার সীমান্ত এলাকায় সংঘর্ষ হওয়ার খবর আমরা পেয়েছি। আমাদের নড়াইল সদরের ভেতরের সীমানায় আইন শৃঙ্খলার অবনতি যাতে না হয় পুলিশ তৎপর আছে।

নড়াইল সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ভর্তি করা হয়েছে। আরো কিছু পরীক্ষা করে বিস্তারিত জানানো যাবে।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর