নড়াইলের শেখহাটী তপনভাগ যুক্ত মাধ্যমিক বিদ্যালয়ে এনজিও রুম টু রিড এর আয়োজনে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালিত স্টাফ রিপোর্টারঃ নড়াইলের শেখহাটী তপনভাগ যুক্ত মাধ্যমিক বিদ্যালয়ে এনজিও রুম টু রিড এর আয়োজনে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (৪ নভেম্বর) বেলা ১১ ঘটিকায় শেখহাটী তপনভাগ যুক্ত মাধ্যমিক বিদ্যালয়ের কনফারেন্স রুমে অনুষ্ঠিত এ প্রগ্রামে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সভাপতি আ, স, ম ফারুক হোসেন। উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আজম খাঁন ও সহকারী প্রধান শিক্ষক মোঃ শাহীদ আলী সহ সকল শিক্ষক-কর্মচারী বৃন্দ। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন আন্তর্জাতিক এনজিও রুম টু রিড এর পক্ষে নাসরিন জাহান। সঞ্চালনায় ছিল বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ২জন কন্যা শিশু। অনুষ্ঠান শুরুর প্রথমে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আজম খাঁন ফিতা কেটে অনুষ্ঠানের সূচনা করেন। এছাড়া তিনি বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন। পরবর্তীতে বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ শাহীদ আলী ও সভাপতি আ, স ম ফারুক হোসেন। ৭ম শ্রেণীর কন্যাদের মধ্যে অনুষ্ঠিত কন্যা,শিশু সম্পর্কিত রচনা প্রতিযোগিতা, সকল কন্যাদের সমন্বয়ে সমবেত গান পরিবেশন ও গানের তালে নৃত্য পরিবেশিত হয়। এছাড়া আন্তর্জাতিক কন্যা শিশু দিবস বিষয়ে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং সকল বিষয়ে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। প্রধান শিক্ষক মোঃ আজম খাঁন তার বক্তব্যে বলেন যে, “সাধারণ মানুষ হিসাবে আমরা যদি দামি পোশাক বা অনেক দামি আই ফোন ব্যবহার করি তবে মানুষ আমাদের দিকে না তাকিয়ে পোশাক বা আই ফোনের দিকে নজর দিবে। কিন্তু যদি ডক্টর ইউনুস স্যার অথবা ইলন মাস্ক ছেড়া পোশাকে আমাদের স্কুলে আসেন তবে সবাই তাদের পোশাকের দিকে নজর না দিয়ে আইকন হিসাবে তাদের প্রতি আকৃষ্ট হবে। তাই আমি আশা করি তোমরা তাদের মত আইকন হও।”
নড়াইলের শেখহাটী তপনভাগ যুক্ত মাধ্যমিক বিদ্যালয়ে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালিত
আরো পড়ুন






