Wednesday, November 5, 2025

সাতক্ষীরায় সামাজিক বাধা ভেঙে মাঠে মেয়েরা, ‘SPiRiT’ প্রকল্পের ক্রীড়া উৎসবে নতুন সমাজচেতনার ডাক

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার দেবহাটায় জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত শিশু ও যুবদের ক্ষমতায়নে ‘স্পোর্টস ফর প্রোটেকশন, রেজিলিয়েন্স অ্যান্ড ট্রান্সফরমেশন (SPiRiT)’ প্রকল্পের আওতায় ইউনিয়ন পর্যায়ের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। (৪ নভেম্বর) মঙ্গলবার দিনব্যাপী টাউনশ্রীপুর শরচ্চন্দ্র উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাঠে এই আয়োজন করে ‘ব্রেকিং দ্য সাইলেন্স’।

টিডিএইচ ফাউন্ডেশন, সুইস ডেভেলপমেন্ট কোঅপারেশন (SDC) ও অলিম্পিক রিফিউজি ফাউন্ডেশন (ORF)-এর সহযোগিতায় আয়োজিত এই কার্যক্রমে জেলার পাঁচ উপজেলার ১৫টি ইউনিয়নের মোট ২৭০০ ছেলে-মেয়ে অংশ নেয়। দিনব্যাপী অনুষ্ঠানে ফুটবল, হাড়িভাঙা, মার্বেল চামচ দৌড়সহ বিভিন্ন ঐতিহ্যবাহী খেলার পাশাপাশি অংশগ্রহণকারী কিশোর-কিশোরীরা কমিউনিটি ম্যাপিং ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা উপস্থাপন করে।

দেবহাটা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল মতিন বকুলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিলন সাহা। বিশেষ অতিথি ছিলেন জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত সাবেক ফিফা রেফারি তৈয়ব হাসান বাবু।

অনুষ্ঠানে বক্তারা বলেন, একসময় সাতক্ষীরার উপকূলীয় অঞ্চলে মেয়েদের মাঠে নামা সামাজিক নিষেধাজ্ঞার শামিল ছিল। কিন্তু SPiRiT প্রকল্পের মাধ্যমে সেই পরিস্থিতি বদলেছে। খেলাধুলা এখন সামাজিক পরিবর্তনের এক শক্তিশালী হাতিয়ার হয়ে উঠেছে। এর মাধ্যমে শিশুরা আত্মবিশ্বাস, সহযোগিতা, নেতৃত্ব ও সমস্যা সমাধানের মতো জীবন দক্ষতা অর্জন করছে, যা তাদের পরিবার ও সমাজে নিজেদের অবস্থান শক্ত করতে সহায়তা করছে।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ তরিকুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা আহাম্মেদ তাহমির সিদ্দিকী, মাধ্যমিক শিক্ষা সুপারভাইজার মোহাম্মদ মিজানুর রহমান এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্রেকিং দ্য সাইলেন্সের দেবহাটা উপজেলা কোঅর্ডিনেটর শেখ সোহেল মাহমুদ।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর