Wednesday, November 5, 2025

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ২৬ হাজার কম্বল দিল ৩৫ বাণিজ্যিক ব্যাংক

আসন্ন মৌসুমে শীতার্ত মানুষের সহায়তায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে অনুদান হিসেবে ২৫ লাখ ৯৫ হাজার কম্বল দিয়েছে ৩৫টি বাণিজ্যিক ব্যাংক।বুধবার (২৮ অক্টোবর) প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে তার মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস অনুদানের এ সব কম্বল গ্রহণ করেন। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সে সংযুক্ত ছিলেন। শীতার্ত মানুষের জন্য অনুদান হিসেবে কম্বল দেওয়ায় ব্যাংকের প্রতিনিধিদের প্রশংসা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শেখ হাসিনা বলেন, যখনই কোনো প্রাকৃতিক দুর্যোগ বা দুর্ভিক্ষ দেখা যায় তখন তারা মানুষের পাশে দাঁড়ান। আর এ ধরনের সহায়তার কারণে সরকার জনগণকেও সহজে সহযোগিতা করতে পারে।

অনলাইন ডেস্কঃ

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর