বেনাপোল প্রতিনিধি: বিএনপির জাতীয় স্থায়ী কমিটির প্রয়াত সদস্য ও সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বেনাপোল পৌর বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
পৌর বিএনপির সভাপতি মোঃ নাজিম উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ আবু তাহের ভারতের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও বিএনপির সাবেক কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মোঃ মফিকুল হাসান তৃপ্তি।
বিশেষ অতিথি ছিলেন শার্শা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ খাইরুজ্জামান মধু এবং উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক মোস্তফা কামাল মিন্টু।
আলোচনা সভায় বক্তারা মরহুম তরিকুল ইসলামের রাজনৈতিক জীবন, অবদান ও সংগ্রামী ইতিহাস স্মরণ করেন। প্রধান অতিথির বক্তব্যে মফিকুল হাসান তৃপ্তি বলেন, “তরিকুল ইসলাম ছিলেন সত্যিকারের দেশপ্রেমিক ও গণতন্ত্রের সৈনিক। স্বৈরাচারবিরোধী আন্দোলনের সময় তাকে গ্রেফতার করে অকথ্য নির্যাতন চালানো হয়, এমনকি তার ৩২টি দাঁত পর্যন্ত তুলে ফেলা হয়েছিল। তবুও তিনি গণতন্ত্র ও জনগণের অধিকার আদায়ের সংগ্রাম থেকে পিছু হটেননি।”
অনুষ্ঠানে পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাসুদুর রহমান মিলন, সাহাবুদ্দিন, আতিকুজ্জামান সনি, আব্দুল আহাদ আক্তার, ইমদাদুল হক, মফিজুর রহমান বাবু, সহিদুল ইসলাম শহীদ, আরিফুর রহমান, ইসতিয়াক আহমেদ শাওন প্রমূখ।
শেষে মরহুম তরিকুল ইসলামের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।






