Wednesday, November 5, 2025

আশঙ্কামুক্ত নীরা নামবেন ভোটের মাঠে, ভোটও দিবেন

যশোর সদর উপজেলার উপনির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী নুরজাহান ইসলাম নীরা বর্তমানে আশঙ্কামুক্ত। তিনি যশোর শহরের কাজীপাড়ায় নিজ বাসভবনে চিকিৎসাধীন বলে জানিয়েছেন দলের উপনির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক, জেলা আওয়ামী লীগ সভাপতি শহিদুল ইসলাম মিলন।তিনি নুরজাহান ইসলাম নীরার সুস্থতা কামনায় যশোরবাসীর কাছে দোয়া চেয়েছেন। জেলা আওয়ামী লীগের সভাপতি ও নৌকার নির্বাচনী পরিচালনা কমিটির সভাপতি এ নেতা জানান,  নৌকার প্রার্থী নুরজাহান ইসলাম নীরা এখন সুস্থ। তিনি মঙ্গলবার ভোটের মাঠে থাকবেন।
উল্লেখ্য, গতকাল নির্বাচনী প্রচারণার শেষ বিকালে তিনি ভেকুটিয়া এলাকায় গণসংযোগকালে অসুস্থ হয়ে পড়েন। সাথে সাথে নেতাকর্মীরা তাকে যশোর জেনারেল হাসপাতালে নেন। সেখান থেকে রাতেই তাকে খুলনায় পাঠানো হয়   তিনি রোববার হঠাৎ অসুস্থ হয়ে পরেছিলেন।  সোমবার সকালে খুলনা থেকে তিনি যশোর ফিরেছেন। ভোটও দেবেন বলে জানান যশোর সদর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুল।

রাতদিন সংবাদ

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর