Thursday, November 6, 2025

শার্শায় জিপিএ-৫ অর্জনকারী ৫৯ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা

মোঃ মাসুদুর রহমান শেখ, বেনাপোল: যশোরের শার্শা উপজেলায় ২০২৫ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী ৫৯ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকালে উপজেলা কমপ্লেক্স অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা ডা. কাজী নাজিব হাসান। প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিয়াজ মাখদুম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা তৌহিদুল ইসলাম, শার্শা ডিগ্রি কলেজের অধ্যক্ষ হাসাননুজ্জামান অনুপম ও একাডেমিক সুপারভাইজার নুরুজ্জামান।

বক্তারা শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবন-পরিকল্পনায় মনোযোগী হওয়ার আহ্বান জানিয়ে বলেন, “জিপিএ-৫ অর্জন শুধু সাফল্যের প্রতীক নয়, এটি ভবিষ্যতে আরও বড় অর্জনের অনুপ্রেরণা।” তারা আরও বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশে পরিবার, শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা অপরিসীম।

অনুষ্ঠান শেষে উপজেলার ৮৬ জন গ্রাম পুলিশ ও ২৮ জন নারী-পুরুষ উদ্যোক্তাকে এলাকার নিরাপত্তা, উন্নয়ন ও সামাজিক কর্মকাণ্ডে অবদানের জন্য সম্মাননা প্রদান করা হয়।

উপজেলা প্রশাসনের কর্মকর্তারা অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। পুরো অনুষ্ঠানজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ ও আনন্দঘন আবহ।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর

error: Content is protected !!