Thursday, November 6, 2025

অনুমোদন ছাড়াই বিএসটিআই লোগো ব্যবহার, আলভি ফুডকে এক লাখ টাকা জরিমানা

যশোরের ঝুমঝুমপুর বিসিকে অবস্থিত আলভি ফুড নামে একটি বিস্কুট কারখানায় বৃহস্পতিবার অভিযান চালিয়ে এক লাখ টাকা জরিমানা আদায় করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর যশোরের কর্মকর্তারা। অনুমোদন ছাড়া বিএসটিআই লোগো ব্যবহারসহ বিভিন্ন অপরাধে এ অর্থদণ্ড প্রদান করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর যশোরের সহকারী পরিচালক সেলিমুজ্জামান জানান, বিসিকের আলভি ফুড প্রোডাক্টস নামে প্রতিষ্ঠানটির বিএসটিআই লাইসেন্স নেই। তাছাড়া প্রাণ কোম্পানির প্যাটার্ন অনুকরণ করে তৈরি মোড়কে ৭ ধরনের বিস্কুট বাজারজাত করা হচ্ছিল। এ কারণে মালিক আরিফ অনুপস্থিত থাকায় ম্যানেজার তুষারের কাছ থেকে এক লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর