Thursday, November 6, 2025

আইনজীবী সমিতির উদ্যোগে পীযুষ কান্তি ভট্টাচার্যের স্মরণসভা

যশোর আইনজীবী সমিতির উদ্যোগে অবসরপ্রাপ্ত সদস্য ও সাবেক সাংসদ পীযুষ কান্তি ভট্টাচার্যের মৃত্যুতে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সমিতির ১ নম্বর ভবন মিলনায়তনে এ আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন সহসভাপতি গোলাম মোস্তফা।

যুগ্ম সম্পাদক নূর আলম পান্নুর সঞ্চালনায় বক্তব্য রাখেন সিনিয়র আইনজীবী নজরুল ইসলাম, এম ইদ্রিস আলী, কাজী ফরিদুল ইসলাম, সৈয়দ সাবেরুল হক সাবু, মাহবুব ইসলাম, ওয়াজিউর রহমান, আব্দুল লতিফ, মাহমুদা খানম, বীর মুক্তিযোদ্ধা আয়নাল হোসেন, বশীর আহম্মেদ খান, আবু সেলিম রানা প্রমুখ। সভায় বক্তারা প্রয়াত পীযুষ ভট্টাচার্যের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

উল্লেখ্য, পীযুষ কান্তি ভট্টাচার্য যশোর আইনজীবী সমিতিতে যোগ দিয়ে দীর্ঘদিন আইনপেশায় যুক্ত ছিলেন। ২০২১ সালে তিনি অবসর নেন। বৃহস্পতিবার ভোরে বার্ধক্যজনিত রোগে যশোর শহরের বেজপাড়ার বাসায় তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর