Thursday, November 6, 2025

যশোরে তরিকুল ইসলামের আত্মার শান্তি কামনায় সনাতন ধর্মাবলম্বীদের বিশেষ প্রার্থনা

যশোরের বেজপাড়া পূজা মন্দিরে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির প্রয়াত সদস্য, সাবেক মন্ত্রী ও যশোর উন্নয়নের অন্যতম কারিগর তরিকুল ইসলামের বিদেহী আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় সনাতন ধর্মাবলম্বীদের উদ্যোগে এ প্রার্থনা অনুষ্ঠিত হয়।

প্রয়াত এই জননেতার অসাম্প্রদায়িক চেতনা, মানবিক মূল্যবোধ ও উন্নয়নমুখী রাজনীতির প্রতি শ্রদ্ধা জানিয়ে অংশগ্রহণকারীরা তার আত্মার শান্তি কামনা করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট যশোর জেলা শাখার সদস্য সচিব নির্মল কুমার বিট, যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট সুদীপ্ত কুমার ঘোষ, বিষ্ণু সাহা, মানিক সাহা, জেলা কমিটির সদস্য বিশ্বজিৎ হালদার, অ্যাডভোকেট কিশোর সাহা, চঞ্চল সরকার, সুকুমার বিশ্বাস, সুব্রত ঘোষ শুভ, প্রকাশ সাহানী, অজয় সিংহ, রজেশ বিশ্বাসসহ আরও অনেকে।

স্থানীয়রা জানান, তরিকুল ইসলাম জীবদ্দশায় যশোরের উন্নয়ন ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তার স্মরণে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনও নানা কর্মসূচি পালন করছে।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর