যশোরের বিকে ফ্যাশনের খোয়া যাওয়া ৫ লাখ টাকার মালামাল কুষ্টিয়া থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় বিকে ফ্যাশনের মালিক বিকে লিটনের ভাই মাসুদ রানা তিনজনকে আসামি করে কোতয়ালি থানায় মামলা করেন।
তারা হলেন, যশোর সদরের নতুনহাট নওয়াপাড়ার মৃত আক্কাস আলীর ছেলে রিকশাচালক শিমুল ওরফে পচা, রাজশাহীর শাহমকদুম থানার বড়বন গ্রামের মৃত জীবেন্দ্র নাথ সাহার ছেলে কার্তিক, এবং কার্তিক চন্দ্র সাহার ছেলে আপন কুমার সাহা। তাদের মধ্যে কার্তিক ও আপনকে আটক করা হয়েছে।
মামলার অভিযোগে বলা হয়েছে, বুধবার দুপুরে বিকে ফ্যাশনের পালবাড়ি তেতুলতলা শো-রুমের কর্মী ইমন হোসেন নিউমার্কেটের জেআর কুরিয়ার সার্ভিস থেকে বস্তাভর্তি গার্মেন্টসের মালামাল রিকশায় আনার পথে পালবাড়ি মোড়ে পৌঁছালে রিকশাচালক শিমুল তাকে রিকশা থেকে নামতে বলেন। ইমন নামার সঙ্গে সঙ্গে কয়েকজন দুর্বৃত্ত তার ওপর হামলা চালায়। এ সুযোগে রিকশা ও মালামাল নিয়ে পালিয়ে যায় শিমুল। পরে হামলাকারীরাও সরে পড়ে। ঘটনার পরপরই বিকে ফ্যাশনের মালিক বিষয়টি পুলিশকে জানালে পুলিশ দ্রুত অভিযান শুরু করে। প্রথমে আপনকে ঝিকরগাছা থেকে আটক করা হয়। তার স্বীকারোক্তিতে কুষ্টিয়া বাসস্ট্যান্ড এলাকা থেকে খোয়া যাওয়া মালামাল উদ্ধার এবং কার্তিককে আটক করা হয়। এরপর বৃহস্পতিবার দুপুরে রিকশাচালক শিমুলকে আটকে বেনাপোলে অভিযান চালায় পুলিশ। কিন্তু তার আগেই সটকে পরে শিমুল।
অভিযানে থাকা এসআই মোফাজ্জেল হোসেন বলেন, এটি একটি সংঘবদ্ধ চক্র। শিমুলসহ অন্যদের ধরতে পুলিশ অভিযানে রয়েছে।






