যশোরের ভায়না গ্রামের হাবিবুর রহমানের বাড়িতে ডাকাতির ঘটনায় অজ্ঞাতদের আসামি করে কোতয়ালি থানায় মামলা হয়েছে। বুধবার রাতে ভুক্তভোগী নিজেই বাদী হয়ে মামলাটি করেন।
মামলায় বলা হয়েছে, ৪ নভেম্বর রাতে খাওয়া-দাওয়া শেষে সবাই ঘুমিয়ে পড়লে গভীর রাতে ঘরের পেছনের দরজার তালা ভেঙে একদল ডাকাত ঘরে প্রবেশ করে। তারা ধারালো অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে ফেলে। একজন পাহারায় থাকলেও অন্যরা আলমারির চাবি নিয়ে নগদ ২ লাখ টাকা, ১৮ লাখ টাকার স্বর্ণালংকার, একটি মোবাইল ফোন এবং প্রায় ৭০ হাজার টাকার মালামাল লুট করে।
ডাকাতরা প্রায় দুই ঘণ্টা ধরে বাড়িতে তাণ্ডব চালানোর পর চলে গেলে পরিবারের সদস্যরা চিৎকার দেন এবং প্রতিবেশীরা এগিয়ে আসে। পরে হাবিবুর রহমান বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে জানিয়ে থানায় মামলা করেন।






