Wednesday, November 5, 2025

যশোরে সড়ক দূর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত

যশোরের মনিরামপুর উপজেলার বাকোশপুর বাজারে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রী দু’জন নিহত হয়েছেন। দুর্ঘটনাটি ঘটেছে বুধবার দুপুর আনুমানিক ১২ টার পর। নিহতরা হলেন রনজিত কুমার (৪৯) এবং তার স্ত্রী পাপিয়া কুমার দাস (৪০)। তারা মনিরামপুর উপজেলার চাঁদপুর গ্রামের বাসিন্দা। ঝিকরগাছা  থেকে মোটরসাইকেলযোগে মনিরামপুরের উদ্দেশ্যে যাওয়ার পথে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী পরিবার ও স্থানীয়দের বরাতে জানা যায়, মোটরসাইকেল এবং ইঞ্জিনচালিত পাওয়ারটিলার সামনাসামনি সংঘর্ষের কারণে ঘটনাস্থলেই উভয়েই গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে  স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। নিহতদের মরদেহ উদ্ধার করে মনিরামপুর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

এদিকে, স্বামী স্ত্রীর মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

রাতদিন সংবাদ

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর