শামিম হোসেন, কুয়াদা প্রতিনিধিঃ যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের বাজুয়াডাঙ্গা গ্রামের শহীদ মোল্লার মেয়ে মণিরা খাতুন (২৪) তার তিন বছরের অসুস্থ কন্যা আফিয়াকে নিয়ে মানবেতর জীবন যাপন করছেন। বাঁচার আশায় তিনি সরকারের প্রতিনিধি ও দেশবাসীর কাছে সহযোগিতা চেয়েছেন।
স্থানীয়রা জানান, মণিরার বিয়ে হয়েছিল যশোরের বাউলিয়া হামিদপুর চাঁনপাড়া গ্রামের মজিদ মোল্লার ছেলে মোজাফফরের সঙ্গে। বিয়ের পর তাদের ঘরে আফিয়া নামে একটি কন্যা সন্তানের জন্ম হয়। শিশুটি জন্মের কিছুদিন পর শ্বেতী রোগে আক্রান্ত হয়। এ কারণেই স্বামী মোজাফফর মণিরাকে তালাক দেন।
তালাকের সময় মেয়ের খরচের জন্য মাসে ১,৫০০ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিলেও এখন পর্যন্ত এক টাকাও দেননি বলে অভিযোগ মণিরার। তিনি বলেন, বাচ্চা অসুস্থ হওয়ার পর থেকে স্বামী মুখ ফিরিয়ে নিয়েছে, মেয়ের বাবার পরিচয়টাও দিতে চায় না।
বর্তমানে মণিরা বাবার বাড়িতে থেকে অন্যের বাসায় কাজ করে মেয়ের মুখে খাবার তুলে দিচ্ছেন। একটি ভাতা কার্ডের আশায় দ্বারে দ্বারে ঘুরছেন তিনি। অসহায় এই মা মেয়ের চিকিৎসা ও জীবনযাপনের জন্য সহৃদয় ব্যক্তিদের কাছে আর্থিক সহায়তা চেয়েছেন।
যোগাযোগ: মণিরা খাতুন – ০১৯০২৮১৫৮২৯
আর কে-০১