Wednesday, November 5, 2025

যশোরে মধ্যরাতে ঘরে ঢুকে অস্ত্র ঠেকিয়ে টাকা ও স্বর্ণালংকার লুটের অভিযোগ

যশোর সদর উপজেলার ১২ নম্বর ফতেপুর ইউনিয়নের ভায়না দোরাস্তা গ্রামে ডাকাতির অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৫ নভেম্বর) রাত ২টা থেকে ৪টা ১৫ মিনিটের মধ্যে অজ্ঞাতনামা ৬/৭ জন মুখোশধারী ডাকাত শেখ হাবিবুর রহমানের বাড়িতে ঢুকে নগদ দুই লাখ টাকা ও প্রায় ১০ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ডাকাতরা মৃত শেখ আব্দুল আজিজের ছেলে শেখ হাবিবুর রহমানের দুইতলা ভবনের দ্বিতীয় তলায় প্রবেশ করে। তারা বাড়ির পেছনের গেটের দুটি তালা কেটে ভেতরে ঢোকে। এ সময় ঘরে ছিলেন শেখ হাবিবুর রহমান, তার স্ত্রী ও মেয়ে। ডাকাতরা প্রথমেই হাবিবুর রহমানের চোখ-মুখ বেঁধে ফেলে এবং তার স্ত্রী ও মেয়েকে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে রাখে।

হাবিবুর রহমানের স্ত্রী জানান, “ডাকাত দলের সদস্যরা মুখে মাস্ক পরে ছিল। একজন সদস্য আমার ও মেয়ের পাশে বসে চিৎকার করলে প্রাণনাশের হুমকি দিচ্ছিল। আমার মেয়ে ভয় পেয়ে চিৎকার করলে এক ডাকাত তার মুখ চেপে ধরে।”

পরবর্তীতে তারা ঘরের আলমারি ও বাক্স ভেঙে নগদ দুই লাখ টাকা এবং প্রায় ১০ ভরি স্বর্ণালংকার লুট করে পালিয়ে যায়। ভুক্তভোগী পরিবার আরও জানায়, তারা ডাকাত দলের কাউকেই চিনতে পারেননি।

খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ, ডিবি পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।

যশোর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসনাত জানান, ঘটনাটিতে কিছুটা রহস্য রয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। একাধিক টিম কাজ করছে। এটি ডাকাতি কিনা, এখনই নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।

রাতদিন সংবাদ

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর