যশোরে প্রতিপক্ষের হামলায় তরুণ লীগের তিন নেতা আহত হয়েছেন। গুরুতর অবস্থায় তাদের যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হচ্ছেন, সদর উপজেলার আরবপুর ইউনিয়নের পাঁচ নাম্বার ওয়ার্ড তরুণ লীগের যুগ্ম আহ্বায়ক তানজীল শোভন (১৮), সদস্য মামুন হোসেন (১৮) ও সানি (১৭)৷আহত সানি জানান, তারা তিনজন বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার দিকে শহরের লালদিঘির পাড়ে বসে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিলেন। এ সময় পূর্ব শত্রুতার জের ধরে আবরপুর এলাকার সন্ত্রাসী হিমেলের নেতৃত্বে সাত-আটজন দুর্বৃত্ত তাদের এলোপাতাড়ি পিটিয়ে জখম করে। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে স্থানীয়রা।
রাতদিন নিউজঃ






