আগামী সপ্তাহে রাশিয়া থেকে কেনা এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা পরীক্ষা করতে যাচ্ছে তুরস্ক। দেশটির উত্তরের সিনোপ প্রদেশে কৃষ্ণ সাগরের উপকূলে এটি পর্যবেক্ষণের জন্য পরীক্ষা করবে তুর্কি সামরিক বাহিনী।সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে মার্কিন গণমাধ্যম ব্লুমবার্গ জানায়, এই পরীক্ষায় অন্য কিছু জড়িত না থাকলেও বিষয়টি যুক্তরাষ্ট্রকে ক্ষুব্ধ করে তুলেছে, যা গভীর উদ্বেগজনক।রাশিয়ার তৈরি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা তুরস্কের ক্রয় করা নিয়ে গত দুই বছর ধরে ওয়াশিংটনের সঙ্গে আঙ্কারার সম্পর্ক ভালো যাচ্ছে না। এমনকি এই প্রতিরক্ষা ব্যবস্থা মস্কোতে ফিরিয়ে দেয়ার জন্য আঙ্কারার প্রতি আহ্বান জানিয়েছে ট্রাম্প প্রশাসন। অবশ্য এটি নিজস্ব প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবস্থা বিক্রির শর্ত মোতাবেক বিক্রি করে রাশিয়া। তাই তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানও মার্কিন প্রশাসনের আহ্বানে সাড়া দেননি।সামরিক জোট ন্যাটোতেও তুরস্কের সিদ্ধান্তটি বিতর্কের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে। অনেকে দাবি করেছে যে, এস-৪০০ প্রতিরক্ষা ব্যবস্থা তাদের নিজস্ব সুরক্ষা ব্যবস্থায় আপস করবে এবং প্রতিদ্বন্দ্বী রাশিয়াকে জোটের সামরিক সক্ষমতা অর্জনে সক্ষম করে তুলবে।মিডল ইস্ট মনিটরের খবরে বলা হয়েছে, তুরস্ক ইতোমধ্যে এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা পরীক্ষা করার উদ্দেশ্যে কৃষ্ণ সাগরের উপকূলে নিয়ে গেছে।এদিকে, খবরটি প্রকাশিত হওয়ার পর পরই গভীর উদ্বেগ প্রকাশ করেছে মার্কিন প্রশাসন। দেশটির পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র রাশিয়ান গণমাধ্যম স্পুটনিককে বলেন, আমরা তাদের এই কার্যক্রম সম্পর্কে অবহিত। তুরস্কের এস-৪০০ প্রতিরক্ষা ব্যবস্থা ক্রয়ের ব্যাপারে কঠোরভাবে আপত্তি জানাই এবং এটিকে কার্যকর করতে তাদের প্রচেষ্টা অব্যাহত রাখায় গভীর উদ্বেগ প্রকাশ করছি।
অনলাইন ডেস্ক