Monday, April 28, 2025

কংগ্রেস নেতা রাহুল গান্ধী -পুলিশের বিধিমালা লঙ্ঘনের দায়ে আটক

ভারতের বিরোধী দল কংগ্রেসের নেতা রাহুল গান্ধীকে পুলিশের বিধিমালা লঙ্ঘনের অভিযোগে আটক করেছে পুলিশ। উত্তরপ্রদেশের হাথরাসে সংঘবদ্ধ ধর্ষণে নিহত তরুণীর পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে যাওয়ার পথে রাহুলকে আটক করে দেশটির আইনশৃঙ্খলা বাহিনীটি।জানা যায়, বৃহস্পতিবার নয়াদিল্লি থেকে উত্তরপ্রদেশের হাথরাসে সংঘবদ্ধ ধর্ষণে নিহত তরুণীর পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে যান রাহুল গান্ধী ও তার বোন প্রিয়াঙ্কা গান্ধী। কিন্তু উত্তরপ্রদেশ পুলিশ সেখানে যেতে বাধা দিলে দলটির নেতাকর্মীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।পরিস্থিতি স্বাভাবিক করতে কংগ্রেসের নেতাকর্মীদের লাঠিপেটা করে রাস্তা থেকে সরিয়ে দেয় পুলিশ। পরে রাহুলকে আটক করে নিয়ে যায় আইনশৃঙ্খলা বাহিনী। রাহুল গান্ধীও পুলিশের লাঠিচার্জের শিকার হয়েছেন বলে এক টুইট বার্তায় তিনি জানিয়েছেন।

অনলাইন ডেস্ক

 

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর