Friday, December 5, 2025

ঐশ্বরিয়াকে বিয়ের ইচ্ছা প্রকাশ মুফতি আবদুল কাভির

বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চনকে বিয়ে করার ইচ্ছা প্রকাশ করেছেন পাকিস্তানের বিতর্কিত ধর্মীয় ব্যক্তিত্ব মুফতি আবদুল কাভি। সম্প্রতি একটি পডকাস্টে অংশ নিয়ে তিনি এই ইচ্ছার কথা জানান। তার দাবি, স্বামী অভিষেক বচ্চনের সঙ্গে ঐশ্বরিয়ার বিবাহবিচ্ছেদ হলে অভিনেত্রী তাকে বিয়ের প্রস্তাব পাঠাবেন।

ভারতীয় গণমাধ্যম জানায়, পডকাস্টে মুফতি কাভি বলেন, অভিষেক ও ঐশ্বরিয়ার দাম্পত্য জীবনে সমস্যা চলছে বলে তিনি শুনেছেন। তার কথায়, তাদের বিচ্ছেদ হয়ে গেলে ঐশ্বরিয়া আমার কাছে বিয়ের প্রস্তাব পাঠাবেন। তবে আমি কখনোই চাই না যে তাদের বিচ্ছেদ হোক। কিন্তু যদি এমনটা হয়, তখন নিশ্চয়ই ঐশ্বরিয়া আমার সঙ্গে যোগাযোগ করবেন।

পডকাস্টের সঞ্চালক জিজ্ঞেস করেন, একজন অমুসলিমকে তিনি কীভাবে বিয়ে করবেন? জবাবে কাভি জানান, ঐশ্বরিয়াকে ইসলাম ধর্মে দীক্ষিত করে তার নাম রাখা হবে ‘আয়েশা’। তিনি যোগ করেন, ঐশ্বরিয়া রাইয়ের মতো একজন সুন্দরী নিজের নামের পাশে লিখবেন আয়েশা রাই এটা দেখতে বেশ মজাই লাগবে।

উল্লেখ্য, পাকিস্তানের এই ধর্মীয় ব্যক্তিত্ব অতীতেও নানা বিতর্কিত মন্তব্যের জন্য আলোচনায় ছিলেন। ঐশ্বরিয়াকে নিয়ে মন্তব্য করার আগেও তিনি ভারতীয় অভিনেত্রী রাখি সাওয়ান্তকে নিয়ে মন্তব্য করেছিলেন এবং দাবি করেন, তার উপদেশেই রাখি ধর্ম পরিবর্তন করে নাম রেখেছেন ‘ফাতিমা’। রাখিকেও বিয়ে করার ইচ্ছা প্রকাশ করেছিলেন তিনি।

অনলাইন ডেস্ক/আর কে-০৪

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর