মেয়ে দেখানোর কথা বলে ডেকে নিয়ে এক যুবক ও তার পরিবারকে মারধরের অভিযোগ উঠেছে যশোরের মণিরামপুরে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন জিসান আহমেদ (১৮) নামের এক তরুণ। ঘটনাটি ঘটে মঙ্গলবার (২ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ঢাকুরিয়া গ্রামে। পরে অবস্থার অবনতি হলে বুধবার সকাল ৭টার দিকে তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। আহত জিসান যশোর সদর উপজেলার নরেন্দ্রপুর বলরামপুর গ্রামের আশারূপ হোসেনের ছেলে।
জিসান জানান, বিয়ের সম্ভাব্য কনে ঢাকুরিয়া গ্রামের সাহেব আলীর মেয়ে উর্মিকে (১৮) দেখানো হবে—এ কথা বলে মঙ্গলবার সন্ধ্যায় তাকে ও পরিবারের সদস্যদের ডেকে পাঠানো হয়। কথামতো তারা সাহেব আলীর বাড়িতে পৌঁছালে হঠাৎ করেই পরিস্থিতি পাল্টে যায়।
তিনি দাবি করেন, কোনো কারণ ছাড়াই একই গ্রামের ইমন, সুজনসহ ৭–৮ জন লাঠিসোঁটা নিয়ে তাদের ওপর হামলে পড়ে। একপর্যায়ে দুর্বৃত্তরা দা দিয়ে কোপাতে চাইলে প্রাণভয়ে পরিবারের সঙ্গে পালিয়ে আসেন তারা।
রাতে ব্যথা বেড়ে গেলে বুধবার সকালে স্বজনরা তাকে হাসপাতালে নেন।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সাইফুল ইসলাম জানান, জিসানের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত রয়েছে। তাকে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
রাতদিন সংবাদ







