Friday, December 5, 2025

বসুন্দিয়ার আ.লীগ নেত্রী মাহমুদা জামানের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগে দুই মামলা

এনজিওতে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে সাড়ে ১২ লাখ টাকা আত্মসাতের অভিযোগে যশোর সদরের বসুন্দিয়ার আওয়ামী লীগ নেত্রী মাহমুদা জামানের বিরুদ্ধে আদালতে দুইটি মামলা হয়েছে। যশোর শহরের ঘোপজেল রোডের তানজিনা রহমান এবং শেখহাটি এলাকার ইন্নাতুল হাসান বৃহস্পতিবার পৃথকভাবে মামলা দায়ের করেন। আদালত অভিযোগ দুটি তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন কোতোয়ালি থানার ওসিকে।

অভিযোগে বাদী উল্লেখ করেন, কুইন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মাহমুদা দুই নারীর সঙ্গে পরিচিত হন এবং এনজিওতে উচ্চ বেতনের চাকরির আশ্বাস দিয়ে ইন্নাতুলের কাছ থেকে ৪ লাখ ৮০ হাজার টাকা এবং তানজিনার কাছ থেকে ৭ লাখ ৬০ হাজার টাকা নেন। নির্ধারিত সময়ে চাকরি দিতে ব্যর্থ হলেও তিনি টাকা ফেরত দেননি। গত ২ ডিসেম্বর কুইন্স হাসপাতালের সামনে টাকা চাইলে তিনি ফেরত দিতে অস্বীকার করেন।

এ ছাড়া অভিযোগ রয়েছে, মাহমুদা প্রতারণার মাধ্যমে তানজিনা রহমানকে দিয়ে একটি ইন্সুরেন্স করিয়ে সেখানে ৫০ হাজার টাকা জমা করান, কিন্তু ইন্সুরেন্সের নামে মোবাইলে মাত্র ২৫ হাজার টাকার রসিদ পাঠানো হয়। বাকি টাকা আত্মসাৎ করেন মাহমুদা । বাধ্য হয়ে আদালতে মামলা করা হয়।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর