বিশেষ প্রতিনিধি: আগামী ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস এবং ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনকে সামনে রেখে অভয়নগর উপজেলায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ সালাউদ্দীন দিপু। উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল ফারুক, অভয়নগর থানা বিএনপির সভাপতি ফারাজি মতিয়ার রহমান, পৌর বিএনপির সভাপতি আবু নঈম মোড়ল, সাধারণ সম্পাদক রেজাউল করিম মোল্ল্যা, নওয়াপাড়া সার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শাহ্ জালাল হোসেন, অভয়নগর থানার তদন্ত ওসি মো. জাহিদুল ইসলাম, হাইওয়ে থানার ওসি ফজলুল, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি মুজিবর রহমান, অভয়নগর প্রেসক্লাবের সভাপতি সৈয়দ রিপানুর ইসলাম রিপন, ইউপি চেয়ারম্যান সৈয়দ তৈয়বুর রহমান, জহিরুল হকসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুধীজন।
সভায় জাতীয় এই দুই গুরুত্বপূর্ণ দিবস যথাযোগ্য মর্যাদায় পালন, কর্মসূচি গ্রহণ এবং তা সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়।







