Friday, December 5, 2025

যশোরে বিদেশি অস্ত্র ও গাঁজার চালান: নেপথ্যের এক কারিগর ইন্দুর মামুন গ্রেপ্তার

যশোর সদর উপজেলার মধুগ্রামে পাঁচটি বিদেশি পিস্তল, ১০টি ম্যাগাজিন, ৫০ রাউন্ড গুলি এবং সাড়ে চার কেজি গাঁজার চালান উদ্ধারের ঘটনায় নেপথ্যের অন্যতম পরিকল্পনাকারী জালাল উদ্দিন মামুন ওরফে ইন্দুর মামুনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। তিনি সদর উপজেলার সুজলপুর হঠাৎপাড়া এলাকার মৃত মোদাচ্ছের হাওলাদার ওরফে মোতাচ্ছিন হাওলাদারের ছেলে। তাঁর বিরুদ্ধে নয়টি মামলা রয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের এসআই বাবলা দাস জানান, অস্ত্র, গুলি ও মাদকসহ মধুগ্রাম এলাকা থেকে লিটন গাজী (৩৮) নামে একজনকে প্রথমে আটক করা হয়। তিনি মূলত বাহক হিসেবে কাজ করতেন। কক্সবাজারে অস্ত্রের চালান পৌঁছে দেওয়ার জন্য তাকে ৭০ হাজার টাকা দেওয়ার কথা ছিল।


জিজ্ঞাসাবাদে লিটন গাজী অস্ত্রচক্রের মূল মালিকদের নাম প্রকাশ করেন এবং পরে আদালতে জবানবন্দী দেন, যেখানে কয়েকজনের নাম উল্লেখ করেন তিনি। সেই তথ্যের ভিত্তিতেই উঠে আসে ইন্দুর মামুনের নাম, যিনি এ চালানের মধ্যস্থতাকারী ও অর্থ বিনিয়োগকারীদের একজন।

লিটন গাজীর জবানবন্দীর পর থেকেই ডিবি পুলিশ ইন্দুর মামুনকে ধরার চেষ্টা চালায়। অবশেষে গত ৩ ডিসেম্বর বিকেল সাড়ে চারটার দিকে সুজনপুর গ্রামে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এসআই বাবলা দাস আরও জানান, লিটনকে আটকের রাতেই চালানের আরেক অর্থ-সহযোগী, যশোর শহরের পুরাতন কসবা লিচুতলা এলাকার কালা তপন যশোর ছেড়ে পালিয়ে যায়। তাকে ধরতে পুলিশ বিভিন্ন কৌশল অবলম্বন করছে।

গ্রেপ্তার ইন্দুর মামুনকে ৪ ডিসেম্বর বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। উল্লেখ্য, লিটন গাজীকে ডিবি পুলিশ গত ৩০ নভেম্বর গভীররাতে আটক করে।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর