শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী ড. হারিনী অমরসুরিয়া বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে ফোন করে সাম্প্রতিক ঘূর্ণিঝড় ও বন্যায় শতাধিক মানুষের মৃত্যু ও ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনায় বাংলাদেশের ‘সমর্থন ও সংহতি প্রকাশের’ জন্য গভীর কৃতজ্ঞতা জানান। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে তিনি এই ফোন করেন। বিষয়টি প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়েছে।
ফোনালাপে প্রফেসর ইউনূস শ্রীলঙ্কায় নিহতদের প্রতি গভীর সমবেদনা জানান এবং সংকট মোকাবিলায় বাংলাদেশের পক্ষ থেকে অতিরিক্ত জরুরি সহায়তা ও দুর্যোগ মোকাবিলা বিশেষজ্ঞ পাঠানোর প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, “যা যা করা দরকার, আমরা তা করতে পারলে খুশি হবো।
চলতি বছরের শুরুর দিকে ব্যাংককে বিমসটেক বৈঠকের ফাঁকে দুই নেতার সাক্ষাতে শ্রীলঙ্কান প্রধানমন্ত্রী জানান যে, তার সরকার ভারী বর্ষণ ও বন্যায় সৃষ্ট ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ করছে।
আলোচনার সময় প্রধান উপদেষ্টা ইউনূস আগামী মাসগুলোতে বাংলাদেশ সফরের জন্য শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানান এবং বলেন, ঢাকার প্রত্যাশা কলম্বোর রাজনৈতিক অভিজ্ঞতা থেকে বাংলাদেশ গুরুত্বপূর্ণ শিক্ষা নিতে পারবে।
ফোনালাপে সিনিয়র সচিব ও এসডিজি সমন্বয়ক লামিয়া মোর্শেদ এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট মহাপরিচালক উপস্থিত ছিলেন।
অনলাইন ডেস্ক/আর কে-০১







