Friday, December 5, 2025

যশোরে চোরাই মোটরসাইকেল ও ককটেলসহ দুই যুবক আটক

চোরাই মোটরসাইকেল উদ্ধার করতে গিয়ে দুটি ককটেল উদ্ধার করেছে যশোর কোতোয়ালি থানা পুলিশ।  একই সাথে চোরাই একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। এই ঘটনার সাথে জড়িত দুইজনকে আটক করা হয়েছে। তারা হলো, যশোর সদর উপজেলার সজলপুর গ্রামের মৃত মেতাচ্ছির হাওলাদারের ছেলে আব্বাস উদ্দিন সজল। বর্তমানে সে সাড়াপোল কারিগর পাড়ার ফরিদের বাড়ি ভাড়াটিয়া এবং চুয়াডাঙ্গা সদর উপজেলার হোগলাডাঙ্গা গ্রামের মৃত রেজাউল হোসেনের ছেলে তুহিন হোসেন তুষার।
এস আই মোফাজ্জেল হোসেন জানিয়েছেন, একটি মোটরসাইকেল চুরি মামলা তদন্ত করতে গিয়ে গত ৪ ডিসেম্বর সন্ধ্যা সাড়ে সাতটার দিকে যশোর সদর উপজেলা সাড়াপোল কারিগর পাড়া থেকে সজল ও তুষারকে আটক করা হয়। তাদের কাছ থেকে একটি চোরাই টিভিএস কোম্পানির অ্যাপাচি ব্র্যান্ডের একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। সজল কে জিজ্ঞাসাবাদ করলে সে জানায়, তার বাড়িতে ককটেল রাখা আছে। পরে তার স্বীকারোক্তি মোতাবেক মধ্যরাতে তার ভাড়া বাড়িতে অভিযান চালিয়ে ঘরের ফলস ছাদের উপর থেকে দুটি ককটেল জব্দ করা হয়।
পুলিশ জানিয়েছে, সজলের বিরুদ্ধে চুরি ছিনতাই ডাকাতিসহ বিভিন্ন অভিযোগ আছে। তার বিরুদ্ধে কোতোয়ালি থানায় পাঁচটি মামলা চলমান রয়েছে। ককটেল উদ্ধারের ঘটনায় আরো একটি মামলা দেয়া হয়েছে। শুক্রবার(৫ ডিসেম্বর)  সন্ধায় আটক দুইজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

রাতদিন সংবাদ

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর