শ্যামল দত্ত, চৌগাছা (যশোর) প্রতিনিধি: যশোরের চৌগাছায় পৌর ছাত্রদলের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৫ ডিসেম্বর) বিকেল ৪টায় চৌগাছা সরকারি শাহাদাৎ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ আয়োজন করা হয়।
দোয়া পরিচালনা করেন বিদ্যালয়ের ইমাম মাওলানা সাজ্জেল হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক হাকিম রেজা।
বক্তারা খালেদা জিয়ার দ্রুত আরোগ্য, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—যশোর জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক মেহেদী হাসান শয়ন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইমন হাসান রকি, চৌগাছা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি রাকিব হাসান ও যুগ্ম সম্পাদক আরাফাত হোসেন রাব্বি, চৌগাছা সদর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সাদ্দাম হোসেন ও সম্পাদক সবুজ হোসেনসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।







