বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় যশোর পৌর এলাকার রেলগেট সার্বজনীন পূজা মন্দিরে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক, ধর্মীয় ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রার্থনা অনুষ্ঠানে যোগ দেন—যশোর রামকৃষ্ণ আশ্রম ও মিশনের সহ-সম্পাদক আত্মবিভানন্দ মহারাজ, জেলা কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক অ্যাডভোকেট দেবাশীষ দাস, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দিপংকর দাস রতন, রাইটস্ যশোরের নির্বাহী পরিচালক বিনয় কৃষ্ণ মল্লিক, নীলগঞ্জ মহাশ্মশান কমিটির সভাপতি অধ্যাপক অলোক ঘোষ, জেলা কল্যাণ ফ্রন্টের সদস্য সচিব নির্মল কুমার বীট, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট সুদীপ্ত ঘোষ, সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রশান্ত সরকার এবং জেলা কল্যাণ ফ্রন্ট নেতা সুব্রত ঘোষ শুভসহ অন্যান্য সুধীজন।
অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে বিশেষ প্রার্থনা ও পূজা অর্চনা করেন।







